চাঁদপুর-২ আসনে মনোনয়ন ফরম কিনেছেন মায়া ও তাঁর ছেলে

Reporter Name / ৩১২ ooo
Update : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

চাঁদপুর-২ আসন থেকে মনোনয়ন পেতে দলীয় আবেদন ফরম কিনেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তাঁর ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু।

আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁরা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজ কর্মী-সমর্থকদের নিয়ে বাবা ও নিজের জন্য মনোনয়ন ফরম কেনেন দীপু চৌধুরী।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বরের মধ্যে আগ্রহীরা মনোনয়ন দাখিল করতে পারবে। দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছে গতকাল শনিবার থেকে আবেদন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

তবে, সময় আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা। প্রথম দিন ১ হাজার ৭৪টি এবং আজ এ প্রতিবেদন লেখা পর্যন্ত এক হাজার তিনটি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দশম জাতীয় সংসদে চাঁদপুর-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। একই সঙ্গে সরকারের ত্রাণ ও দুর্যোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু একাদশ জাতীয় সংসদে মনোনয়ন দেওয়া হয়নি তাঁকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category