গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মির মুক্তির শর্তে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৫ মার্চ) খসড়া প্রস্তাবটির তৃতীয় সংশোধনীতে এই অবস্থান নিয়েছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রায় দুই সপ্তাহ আগে নিরাপত্তা পরিষদে এই খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। শুরুতে প্রস্তাবটিতে গাজায় ইসরায়েল ও হামাসের সংঘাতে একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। কিন্তু মঙ্গলবারের তৃতীয় সংশোধনীতে সব জিম্মি মুক্তির বিনিময়ে অবিলম্বে গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র বলেছে, গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির সঙ্গে সংশ্লিষ্ট একটি যুদ্ধবিরতির প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যেকোনও সমর্থন চায় তারা।
অতীতে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি পরিভাষা এড়িয়ে আসছিল। নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো দুটি খসড়া প্রস্তাবে দেশটি ভেটো দিয়েছে। সর্বশেষ ভেটো দেওয়ার যৌক্তিকতা তুলে ধরতে ওয়াশিংটন বলেছিল, যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলে সংঘাত বন্ধ ও জিম্মিদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনা ভেস্তে যেতে পারে।
সাধারণভাবে জাতিসংঘে ইসরায়েলকে সুরক্ষা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে অক্টোবরে সংঘাত শুরুর পর দুটি ভোটাভুটিতে দেশটি ভোটদানে বিরত ছিল। এর ফলে নিরাপত্তা পরিষদে গাজায় ত্রাণ সরবরাহের গতি বাড়ানোর প্রস্তাব পাস হয়েছিল। এসব প্রস্তাবে লড়াইয়ের বিরতি আরও দীর্ঘায়িত করার কথাও উল্লেখ ছিল।
খসড়া প্রস্তাবটি পাস হতে ১৫ সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত নয়টি দেশের সমর্থন এবং ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, চীন ও যুক্তরাষ্ট্রকে ভেটো দেওয়া থেকে বিরত থাকতে হবে।