টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : স্বাস্থ্যবিধি না মানা, ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার করায় বুধবার দুপুরে টঙ্গীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা ধায্য ও আদায় করেছে।
গাজীপুর জেলাপ্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জুতি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে টঙ্গীর খাঁ পাড়ায় হাফিজ বেকারি ও গাজীপুরা ড্যান্ডি ফুডে অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন অনিয়মের অভিযোগে হাফিজ বেকারীকে ১ লক্ষ টাকা ও ড্যান্ডি ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয়। এ অভিযানের সময় গাজীপুর জেলা মাকিটিং অফিসার আব্দুস সালাম ও টঙ্গী পশ্চিম থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।