প্রতিনিধি,টঙ্গী (গাজীপুর)
গাজীপুরের টঙ্গী এলাকায় অবৈধ ভিওআইপি’র বিরুদ্ধে র্যাব-১সদস্যরা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)র সহযোগিতায় অভিযান চালিয়েছে। এসময় বিপুল পরিমাণ অবৈধ মোবাইল সীম ও ভিওআইপি সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গতকাল রোববার সকালে অগ্রণী টাওয়ারের নিচতলায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব। এর আগে শনিবার থেকে টঙ্গির মধুমিতা রুটের অগ্রণী টাওয়ারের ১২ তলা ও পাশের অন্যান্য কয়েকটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। এ ঘটনায় তাজুল ইসলাম ও তার সহযোগী হারুনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, পুরো অপরাধমূলক কার্যক্রম রোধে কী ভূমিকা নেয়া যায় এটা বুঝতে আমরা সরজমিনে এসেছি। এই এই অপরাধমূলক কার্যক্রমে যারা জড়িত থাকুক তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এর বাইরে যদি কেউ জড়িত থাকে তাদেরকে আমরা খুঁজে বের করব।
র্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন বলেন, অবৈধ ভিওআইপির কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ ঘটনায় সাড়ে ১১ হাজার মোবাইল সিম ও অন্যান্য ভিওআইপি সেটাপসহ তাজুল ইসলাম ও হারুন নামে দুই অবৈধ ভিওআইপি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এর সাথে আরও যারা জড়িত থাকবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।