টঙ্গীতে পোশাক কারখানায় নোটিশকে কেন্দ্র করে উত্তেজনা

Reporter Name / ২৪১ ooo
Update : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

টঙ্গীর একটি পোশাক কারখানায় টানানো নোটিশ কে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে কারখানার শ্রমিক ও এলাকবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কারখানার শ্রমিক ও এলাকার লোকজন বিক্ষোভের ঢাক দেয়। খবর পেয়ে গাজীপুর পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

কারখানার কর্মরত শ্রমিকরা জানায়, গত ৩ আগস্ট দাড়াইল এলাকায় এস অ্যান্ড পি বাংলা লিমিটেড কারখানা কতৃপক্ষ তাদের নোটিশ বোর্ডে কারখানার ভিতরে মুসলিম শ্রমিকরা নামাজ, পানজাবী,টুপি ও দাড়ি রেখে কারখানায় কাজ করতে পারবে না বলে মর্মে একটি নোটিশ টাঙ্গিয়ে দেয়। নোটিশটি পেয়ে কারখানার ভিতরে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা উত্তেজিত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ও উত্তেজিত হয়ে পড়ে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ ইসলামি রাষ্ট্র অনুযায়ী আইন মেনে কারখানার পরিচালনা করার নির্দেশ দেওয়া হলে শ্রমিকরা শান্ত হয়ে কর্মস্থলে ফিরে যান।
এ সময় কারখানায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ ইলতুৎমিস, সহকারী পুলিশ কমিশনার পীযূষ কুমার দে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস আলম, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম।
এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস আলম জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোন পরিস্থিতির জন্য কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category