গরু ব্যবসায়ীদের ১৩ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৪

Reporter Name / ২৩৪ ooo
Update : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

আগের দিন ঢাকায় গরু বিক্রি করে কিশোরগঞ্জে ফেরার পথে গাজীপুর মহানগরের সালানা এলাকায় সাতজন গরু ব্যাপারীর ১৩ লাখ টাকা লুটের ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সমম্মেলনে এ তথ্য জানান।

বুধবার নাটোর সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও ঢাকার সভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার এবং তাদের হেফাজত থেকে একটি ট্রাক ও এক লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তররা হলেন- নাটোরের সিংরাই থানার বনপুরী গ্রামের রজব আলী (৩০), একই গ্রামের জাহাঙ্গীর আলম (২৩), নাটোর সদর থানার লক্ষীপুর খোলাবাজার এলাকার আবুল বাশার ওরফে বাদশা (৪৫) ও রাজশাহীর বেলপুকুর থানার মহেলদা গ্রামের মাইনুল ইসলাম (৩০)।

পুলিশ সুপার জানান, কোরবানির ঈদের আগের দিন গত ২০ জুলাই গরু ব্যাপারী মুনজুরুল হক ও তার প্রতিবেশী ৬ জন গরু ব্যাপারী ময়মনসিংহের গফরগাঁও থেকে ১৪টি গরু বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকার গুলশান নতুনবাজার গরুর হাটে যান। তারা ১৪টি গরু নগদ ১৩ লাখ টাকায় বিক্রয় করেন। পরে তারা গ্রামের বাড়ি কিশোরগঞ্জে ফেরার উদ্দেশ্যে গুলশান থেকে একটি ট্রাকে ওঠেন।

রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের সালনা ব্রিজের কাছে পৌঁছলে ব্যাপরীদের এলোপাতাড়ি মারপিট করে গামছা দিয়া চোখ, হাত-পা বেঁধে তাদের সঙ্গে থাকা নগদ ১৩ লাখ টাকা ও ৭টি মোবাইল ফোন লুট করে নেয়। পরবর্তীতে সকলকে হাত-পা, চোখ বাঁধা অবস্থায় জয়দেবপুর থানাধীন বাশরী রোডের পশ্চিম পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

ওই ঘটনায় মঞ্জুরুল হক বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। ১৪ দিন পর পুলিশ অভিযান চালিয়ে নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের হেফাজত থেকে এক লাখ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

এসপি আরো জানান, বাকি টাকা ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা হাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন ও গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category