1. meghnaonline24@gmail.com : দৈনিক মেঘনা :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

যুক্তরাজ্যে লেবার পার্টির নিরঙ্কুশ জয়, প্রধানমন্ত্রী হচ্ছেন কিয়ার স্টারমার

রির্পোটারের নাম:
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৩৭ ০০০

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। এরই মধ্যে ৬৫০ আসনের পার্লামেন্টের পাঁচ শতাধিক আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন নিশ্চিত করেছে লেবার পার্টি। পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক লেবার নেতা কিয়ের স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ।বিবিসির প্রতিবেদনে সর্বশেষ ঘোষিত ফলাফল অনুসারে, লেবার পার্টি এরই মধ্যে ৩৯২টি আসন পেয়েছে। বিপরীতে কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১০২টি আসন। ১৪ বছর ধরে যুক্তরাজ্যের ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি এবার বিশাল ব্যবধানে হারল।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ঋষি সুনাকের দল সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তিনি নিজে এই নির্বাচনে জয়লাভ করেছেন। নিজের জয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুনাক। এ সময় তিনি বলেন, এটি তাঁর দলের জন্য একটি ‘কঠিন রাত’ ছিল।

একই মঞ্চে কিয়ের স্টারমার ও ঋষি সুনাক। ছবি: এএফপি সমর্থন দেওয়ার জন্য সুনাক তাঁর ভোটারদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন, তিনি জনগণকে সেবাদান অব্যাহত রাখতে উন্মুখ। এ সময় লেবার পার্টি জিতেছে বলেও জানান ঋষি সুনাক। দলটির নেতা কিয়ের স্টারমারকে অভিনন্দন জানাতে তিনি ফোন করেছিলেন বলেও উল্লেখ করেন।

বিবিসি জানিয়েছে, লেবার পার্টি জিতলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কিয়ের স্টারমার। ফল আসার পরপরই বিরোধী শিবির লেবারের সমর্থকেরা ব্যাপক উচ্ছ্বাসও প্রকাশ করেন। যুক্তরাজ্যের পার্লামেন্টে মোট আসন ৬৫০টি। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয় পেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

বিস্তারিত জানতে ছবিতে 👇 ক্লিক করে–ফেসবুকে এসএমএস করুন 👇

© All rights reserved © 2021
Theme Customized BY IT Rony