ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে আগামীকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা (১৩ ঘণ্টা) পর্যন্ত শিথিল থাকবে কারফিউ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে অনুরোধ করব, সবাই যেন এই সান্ধ্য আইনটি মেনে চলেন।’ এ সময় সবকিছু দ্রুত স্বাভাবিক অবস্থায় আসবে বলে আশাপ্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।