প্রধানমন্ত্রী আমাদের হাতে অস্ত্র দিন, আমরা যুদ্ধে নামব: সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক / ১৪৯ ooo
Update : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হাতে অস্ত্র দিন। আমরা আবারও ১৯৭১ সালের মতো জামায়াত-শিবির রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধে নামতে চাই। রোববার থেকে দেশের প্রতিটি থানা, ওয়ার্ডে ওয়ার্ডে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা আওয়ামী লীগের সঙ্গে মাঠে থাকবে।

শনিবার সকাল ১১টায় রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানরা ‘মুক্তিযোদ্ধা সমাবেশে’ এসব কথা বলেন।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা বলেন, আমরা ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর পাশাপাশি, জামায়াত-শিবির রাজাকার ও আল বদর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে স্বাধীন করেছি। সেই সময় আবার এসে গেছে। আবারও এই দেশে শেখ হাসিনার পাশে দাঁড়াতে মুক্তিযোদ্ধাদের প্রয়োজন হয়েছে। আমরা আবারও হাতে অস্ত্র নিয়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে যুদ্ধে নামতে চাই।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সেনা প্রধান ও বীর মুক্তিযোদ্ধা জেনারেল (অব.) হারুনুর রশীদ (বীর প্রতীক) বলেন, আমরা এদেশকে জামাত শিবির মুক্ত করতে আবারও মাঠে নেমেছি। এখন আর ঘরে বসে থাকার সময় নাই। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে যো কোনো প্রয়োজনে আমরা মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে আবারও ঝাপিয়ে পড়বো।

মুক্তিযোদ্ধা সমাবেশে আরও উপস্থিত ছিলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা টাওয়ার এর সভাপতি বাহার উদ্দিন রেজা (বীর প্রতীক), সাধারণ সম্পাদক আবু শহীদ বিল্লাহ বকুল, শফিকুল বাহার মজুমদার টিপু, নাজির আহমেদ চৌধূরী মাকসুদ, মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সভাপতি হুমায়ন কবির, শরিফ উদ্দিন জয়, সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, কাওসার আহমেদ ভূইয়াসহ আরও অনেকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category