1. meghnaonline24@gmail.com : দৈনিক মেঘনা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

হাসিনা সরকারের মন্ত্রী-এমপিরা আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বিদেশি দূতাবাসে আশ্রয় চাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৬৬ ০০০

তীব্র গণআন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করলেও চরম বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকেপড়া অনেক এমপি-মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, তাদের অনেকে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাসে আশ্রয় চেয়েছেন।

৫ আগস্ট সোমবার দুপুরে শেখ হাসিনার দেশত্যাগের পরপরই কয়েকজন এমপি-মন্ত্রী দেশ ছাড়তে না পেরে দেশেই গা ঢাকা দেন। এমনকি, মন্ত্রিসভার কয়েকজন সদস্য জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন বলেও খবর ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চরম অবস্থায় পৌঁছার আগেই গত শনিবার বিকেলে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তেও মিডিয়ায় কথা কম বলতে দেখা যায় তাকে। গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। গত রোববার তিনি সচিবালয়ে বা সেতু ভবনে যাননি।

একটি অসমর্থিত সূত্রে জানা গেছে, ওবায়দুল কাদের গত রোববার রাতেই দেশত্যাগ করেছেন। তবে সঠিক কোথায় গেছেন তা নির্দিষ্ট করে কেউ বলতে না পারছেন না। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ওবায়দুল কাদের বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন। অন্য একটি সূত্র বলছে, ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন।

সোমবার দুপুরে শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের সিদ্ধান্ত নিলেও এর আগে সোমবার সকাল থেকেই সরকার ও দলের প্রভাবশালী এমপি-মন্ত্রীরা আড়ালে চলে যান। সাংবাদিকরা অনেকেই মোবাইল ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। প্রায় সবার মুঠোফোন বন্ধ ছিল।

জানা গেছে, পরিস্থিতি খারাপরে দিকে যাচ্ছে আচঁ করতে পেরে সকালের দিকেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হক অজ্ঞাত স্থানে চলে যান। এর আগে হাসিনা সরকারের ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থমন্ত্রী মাহমুদ আলী, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানযোগে দেশ ছাড়েন। তবে তারা কে কোন দেশে গেছেন তা জানা যায়নি।

জানা গেছে, কয়েকজন মন্ত্রী ১ জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরুর পরপরই বিদেশ গিয়েছিলেন। কিন্তু আন্দোলন বেগবান হওয়ার প্রেক্ষাপটে তারা দেশে ফিরতে আগ্রহবোধ করেননি। পরে বৈরী পরিস্থিতি আন্দাজ করে তারা আর দেশে না ফেরার সিদ্ধান্ত নেন।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গত রোববারও অফিস করার চেষ্টা করেছেন। তিনি রোববার দুপুর আড়াইটায় প্রেসব্রিফিং করবেন বলে তার তথ্য অফিসার সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সাংবাদিকরা অপেক্ষ করলেও পররাষ্ট্রমন্ত্রী আর অফিসে আসেননি।

জানা গেছে, রোববার রাতেই পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের পরিবারের সদস্যরা ইকে ৫৮৬ নম্বর ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই চলে গেছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, এমপি-মন্ত্রীদের অনেকে শেষ মুহূর্তে শত চেষ্টা করেও আর দেশ ছাড়তে পারেননি। রোববার ও সোমবার দু’দিন টিকেটের জন্য তারা বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেও বিফল হন। অনেকে পরিবারের সদস্যদের নিরাপদে বিদেশ পাঠাতে পারলেও নিজে আর যেতে পারেননি।

এদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আত্মগোপনে চলে যান। সোমবার বিকেল পর্যন্ত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তার বনানীর বাসায় অবস্থান করছিলেন। সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান। তার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছেন না।

এর আগে, রোববার এমপি-মন্ত্রী ও সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অনেকে বিশেষ প্রটোকল চেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে চিঠি দেয়। বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এভসেক-এর সহকারী পরিচালক নাছিমা শাহীনের সই করা তালিকা অনুযায়ী দেশ ছাড়া এমপি-মন্ত্রীদের মধ্যে পূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোক্তাদির (বিজি ৩৯৮), সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (বিজি ৫৮৪), স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম (বিজি ৩৮৮), সাবেক হুইপ নুর-ই আলম চৌধুরী (বিজি ৩৮৮), কৃষিমন্ত্রী আব্দুস শহীদ (বিজি ৩৮৮) ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (ইকে ৫৮৭), এমপি নুর-ই হাসনা লিলি চৌধুরী ও তার পরিবার (ইকে ৫৮৫), উত্তরা এলাকার সাবেক এমপি হাবিব হাসান (বিজি ৫৮৪) এবং জেপি প্রধান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এসকিউ ৪৭৪) নম্বর ফ্লাইটযোগে দেশ ছাড়েন।

জানা গেছে, রোববার বিদেশ যাওয়ার কথা ছিল বেশ কয়েকজন মন্ত্রী, ভিআইপি ও সিআইপির। শেষ পর্যন্ত কারা কারা বিদেশ যেতে পেরেছেন তা এখনও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

বিস্তারিত জানতে ছবিতে 👇 ক্লিক করে–ফেসবুকে এসএমএস করুন 👇

© All rights reserved © 2021
Theme Customized BY IT Rony