জন্মদিনে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন। গাজীপুরের বিশিষ্ট চিকিৎসক, রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
আজ রোববার নির্লোভ রাজনীতিবিদ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি এবং আমজাদ আলী সরকার পাইলট বালিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাক্তার নাজিম উদ্দিন আহমেদের ৮৩ তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে টঙ্গীর হোন্ডা রোডস্থ গনস্বাস্থ্য হাসপাতাল মাঠে তার পরিবারের পক্ষ থেকে দোয়া, মিলাদ ও প্রীতিভোজের আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, বিশিষ্ট শিল্পপতি রুবেল সরকার, টঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক ও সাংবাদিক বৃন্দ, বিশিষ্ঠ সমাজ সেবক ও রাজনীতিবিদ কাজী সেলিম, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত মুক্তিযোদ্ধা বৃন্দ । উপস্থিত অতিথিবৃন্দ জন্মদিনে ডাক্তার নাজিম উদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
You must be logged in to post a comment.