টঙ্গীর নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ এর ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Reporter Name
/ ১৩১
ooo
Update :
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Share
নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ এর ২৩তম বার্ষিক সাধারণ সভা বুধবার দুপুরে টঙ্গীতে প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত টেক্সটাইল মিলস লি. এর চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি ও উক্ত প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা সালাউদ্দিন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাকের, সাবেক সভাপতি ইমান আলী সরকার, সাবেক কাউন্সিলর সেলিম হোসেন প্রমূখ।
সভায় প্রতিষ্ঠানের বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় সেই সাথে উপস্থিত শেয়ার সদস্যদের কন্ঠ ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য পাঁচজনকে পরিচালক পদে মনোনীত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন সরকার বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস লি. এর মালিকানা রেজিষ্ট্রেশন শ্রমিকদের নামে হস্তান্তরের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে আছে।সরকারের সদিচ্ছা থাকলে অতি শীঘ্রই শ্রমিকরা মালিকানা বুঝে পাবেন। এরপর নিজের মত করে শ্রমিকরা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।