আহতরা হলেন—অভিযানে নেতৃত্ব দেওয়া এপিবিএনের ইন্সপেক্টর নব গোপাল দাস, কুলাউড়া থানার কনস্টেবল আফরোজ মিয়া ও জাহিদ ভুঁইয়া। আহত স্থানীয়দের নাম পরিচয় জানা যায়নি।
পরে হঠাৎ করে চোরাকারবারিদের শতাধিক সহযোগী এসে এপিবিএন ও তাদেরকে সহায়তা করা থানা-পুলিশের সদস্যদের মারধর করে জব্দকৃত মালামাল ও আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। আসামিদের গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।