বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজে’র সাবেক সভাপতি এম. আবদুল্লাহ বলেছেন, দিল্লির ডিজাইনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটি হিন্দুত্ববাদির রূপ দেওয়া হয়েছিলো। বছরের শুরুতেই আমাদের কোমলমতি শিশুদের হাতে যে বই বই আসতো সেই বইয়ে মুর্তির ছবি থাকতো।তিনি আরো বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে একটি অশিক্ষিত প্রজন্ম গড়ে তোলার নিল নকশা হয়েছিলো। সেই নিল নকশারই বাস্তবায়ন চলছিলো বিগত সময়ে।
বিগত সৈরশাসক এই দেশকে আধিপত্যবাদী শক্তির পদতলে সমর্পণ করেছিলো। তাদের পনেরো বছরের দুঃশাসন এদেশের ইতিহাসকে বদলে দিয়েছিলো।
এম. আবদুল্লাহ আরো বলেন জুলুম, নির্যাতন, মানবাধিকার লংঘনসহ ১৫ বছরের নিপিড়নের অবসান হয়েছে ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এর জন্য প্রায় দুই হাজার ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছে। হাজারো আহত ছাত্র -জনতা এখনো ধুঁকে ধুঁকে করুন জীবন যাপন করছেন।
তিনি বলেন, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২৪ সালের গণঅভ্যুত্থানে যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের সবাইকে গোটা জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
গতকাল বৃহস্পতিবার সকালে টঙ্গীর টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-হেলাল স্কুলের ২৪ তম বার্ষিক ফলাফল ঘোষণা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর আনোয়ার হোসেন ভূইয়া, সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. মেরাজ উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা প্রাইভেট স্কুল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, উপাধ্যক্ষ মোজাম্মেল হক পাটোয়ারী, আমিরুল আহসান হেলাল, নিয়ামত উল্লাহ ভূঁইয়াসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
বিকেলে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।