টঙ্গী ফায়ার সার্ভিস ষ্টেশনের আশে পাশে ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ গাড়ি পাকিং ও ছিনতাই বন্ধের দাবীতে গতকাল টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিস কমিউনিটি ভলান্টিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টঙ্গী ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র ষ্টেশন মাষ্টার শাহিন আলম, টঙ্গী পূর্ব থানা বিএনপি সহ-সভাপতি রমজান উদ্দিন (বিল্লাল), সমাজসেবক আলাউদ্দিন,টঙ্গী ফায়ার সার্ভিস কমিউনিটি ভলান্টিয়ার টিম লিডার শাকিল খান, রনিখান, মো:মৃদুল প্রমুখ। মানববন্ধন শেষে বক্তারা অবিলম্বে টঙ্গী ফায়ার সার্ভিসের আশেপাশে অবৈধ পাকিং ও ছিনতাই,চাদাবাজি বন্ধে প্রশাসনের প্রতি দাবী জানায়।