গাজীপুর মহানগরীর গাছা কলেজ মাঠে ই-সেবা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ও পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ৩৪৭ ooo
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

গাজীপুর মহানগরীর কলেজ মাঠে মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে ই-সেবা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ও গাছা প্রেসক্লাবের সার্বিক তত্তাবধানে ফুটবল (ম্যাচ) টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে গাছা কলেজ মাঠে এনআরবিসি ব্যাংক পিএলসি বোর্ডবাজার শাখা বনাম টরমেন্টা স্পোর্টিং ক্লাবের খেলোয়ারদের অংশগ্রহণে উৎসবমুখর আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনআরবিসি ব্যাংক পি এল সি ঢাকা উত্তরের ভাইস প্রেসিডেন্ট এন্ড জোনাল হেড মোঃ শহিদুল ইসলাম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জিএমপির গাছা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, এনআরবিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এন্ড বোর্ড বাজার শাখার হেড অব ব্রাঞ্চ মোঃ গাউস আহম্মেদ, গাছা প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ মো: আমির আলী, গাছা পল্লীবিদ্যুৎ-সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান, গাছা প্রেসক্লাবের সাধারণত সম্পাদক মোঃ আব্দুল হামিদ খান, স্থানীয় বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, ইঞ্জিনিয়ার ইদ্রিস খান, আয়কর উপদেষ্টা সজীব মাহমুদ, ফরিদুল ইসলাম ফরিদ, ব্যাংকের বনশ্রী শাখার এমওপি রুহুল আমিন, স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্যব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব-সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলা-ধুলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তি পাওয়া যায়। একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোন বিকল্প নেই। ফুটবল গ্রামবাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খেলা।
ফুটবল টুর্নামেন্টে টরমেন্টা স্পোর্টিং ক্লাব ৪-৩ গোলে এনআরবিসি ব্যাংক পি এল সি বোর্ডবাজার শাখার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে গোল্ডকাপ, মেডেল ও ট্রফি তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category