টঙ্গীতে ভাই ও বোনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ ooo
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ভাই ও বোনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর রূপবানের টেক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশুর মধ্যে মেয়ে মালিহার বয়স ছয় বছর ও আব্দুল্লাহ নামে অপর শিশুর বয়স চার বছর। তাদের বাবার নাম আব্দুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা।

আব্দুল বাতেন টঙ্গীর রূপবানের টেকের এলাকার জনৈক সানোয়ার মিয়ার আট তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া পরিবারের সদস্যদের নিয়ে বাস করতেন।

ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

পুলিশ জানায়, শিশু দুইটি ভাই বোন। শুক্রবার বিকালে শিশুদের বাবা বাসার বাইরে যান। এ সময় দুই শিশুকে নিয়ে মা সালেহা বেগম বাসায় ছিলেন। কিছুক্ষণ পরে শিশুদের বাবা আব্দুল বাতেন বাসায় ফিরে কক্ষের মেঝেতে দুই শিশুর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পুলিশের খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ দুই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, দুইটি শিশু লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে মা সালেহা বেগমকে থানায় নিয়ে আসা হয়েছে ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category