বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যাসহ একাধিক মামলার আসামী রাসেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৫১৪ ooo
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

প্রতিনিধি,টঙ্গী (গাজীপুর)
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যাসহ একাধিক মামলার আসামী রাসেল (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার গভীর রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ স্থানীয় মদিনাপাড়া (গাজীপুর মহানগর ৪৫নং ওয়ার্ড) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। গেপ্তারকৃত রাসেল কে পুলিশ মঙ্গলবার গাজীপুর জেল হাজতে প্রেরন করেছে।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে টঙ্গী পূর্ব থানার একদল পুলিশ টঙ্গীর মদিনাপাড়া এলাকায় অভিষান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে উত্তরায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যাসহ চাদাবাজি,রেলওয়ের সম্পপ্তি দখল ও মাদক ব্যবসার একাধিক মামলা রয়েছে।গ্রেপ্তারকৃত রাসেল স্থানীয় মদিনাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
এলাকার লোকজন জানায়, গেপ্তারকৃত রাসেল ৫ আগস্টের পূৃর্বে টঙ্গীতে আওয়ামীলীগ রাজনিতীর সঙ্গে জড়িত ছিল।
টঙ্গী থানার অফিসার ইন চার্জ ফরিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত রাসেলকে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category