দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদা দাবিসহ নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৬ জুলাই) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল হালিম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন),
টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।
এতে বলা হয়, এসব নেতা দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এজন্য তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
বহিষ্কারের এ ঘোষণার পর গাজীপুর মহানগর বিএনপির রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেক নেতাকর্মী কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নীতির প্রতি আনুগত্য প্রতিষ্ঠা পাবে।
তবে বহিষ্কৃত নেতাদের কেউ কেউ এ সিদ্ধান্তকে “একতরফা” ও “প্রতিহিংসাপরায়ণ” বলে দাবি করেছেন। তারা মনে করছেন, এর ফলে দলের অভ্যন্তরীণ বিভাজন আরও তীব্র হতে পারে।
You must be logged in to post a comment.