টঙ্গী প্রেসক্লাবের নামে ভুয়া একাউন্ট খুলে অনুদানের টাকা আত্মসাৎ: ৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক / ১৫৪ ooo
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

গাজীপুর মহানগরের টঙ্গী প্রেসক্লাবের নামে ইউনিয়ন ব্যাংকের টঙ্গী শাখায় ভুয়া একাউন্ট খুলে গাজীপুর সিটি করপোরেশনের এক লাখ টাকার অনুদান আত্মসাতের মামলায় প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী হায়দার ওরফে এম এ হায়দার সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।বৃহস্পতিবার (৬ নভেম্বর) মামলার ধার্য তারিখে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং–০৪ এর বিচারক যুবায়ের রশীদ এ পরোয়ানা জারি করেন।আসামীরা হলেন, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী হায়দার ওরফে এম এ হায়দার সরকার, সাবেক সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সাবেক কোষাধ্যক্ষ হাসান মামুন ও কথিত সহসাধারণ সম্পাদক রেজাউল কবীর রাজীব ও তাদের সহযোগী কামাল হোসেন।
২০২৩ সালের ফেব্রæয়ারিতে টঙ্গী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সমকালের টঙ্গী প্রতিনিধি মাহবুব চৌধুরীর দায়ের করা মামলার তদন্ত শেষে গাজীপুর সিআইডি অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দেয়। তদন্তে জানা যায়, ২০২৩ সালের জানুয়ারি মাসে আলী হায়দার প্রেসক্লাবের সাবেক সভাপতি হয়েও পরিচয় গোপন রেখে সহযোগী আসামীদের সহযোগিতায় ইউনিয়ন ব্যাংকের টঙ্গী শাখায় ক্লাবের নামে ভুয়া একাউন্ট খুলেন। পরবর্তীতে সকল আসামী যোগসাজশ করে প্রেসক্লাব উন্নয়নের জন্য বরাদ্দ সিটি করপোরেশনের এক লাখ টাকার অনুদানের চেক (নং–০০১০৫১৪, হিসাব নং–এসটিডি–৬১৫, এসআইবিএল) গোপনে ওই একাউন্ডে নিয়ে তাৎক্ষণিক উত্তোলন করে আত্মসাৎ করেন।
প্রেসক্লাবের সহসভাপতি আজিজুল হক বলেন, “আসামীরা সম্পূর্ন অবৈধভাবে প্রেসক্লাব দখল করে রেখেছিল। বৈধ কমিটির ব্যাংক একাউন্ট থেকে টাকা আত্মসাৎ সম্ভব না হওয়ায় আসামীরা গোপনে ভুয়া একাউন্ট খুলে সরকারি অনুদান আত্মসাৎ করে।”
এর আগে একই আসামীদের বিরুদ্ধে টঙ্গী প্রেসক্লাবের ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলাও বিচারাধীন রয়েছে। তাছাড়া তৃতীয় বিভাগে এসএসসি পাস হয়েও স্নাতক পাস দাবি করে প্রেসক্লাব নির্বাচনের মনোনয়ন ফরমে মিথ্যা হলফনামা দেওয়ায় আসামী আলী হায়দারের বিরুদ্ধে আরও একটি পৃথক মামলা বর্তমানে আদালতে চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category