গাজীপুর-৬ পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করে অবরোধ

নিজস্ব প্রতিবেদক / ১৪৭ ooo
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

উচ্চ আদালতে বাতিল হওয়া নতুন সংসদীয় আসন গাজীপুর-৬ পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করে অবরোধ করেছে বিএনপি। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে মহাসড়ক অবরোধ করা হয়।
জানা যায়, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি আসন কেটে গাজীপুর-৬ (টঙ্গী-গাছা-পূবাইলের একাংশ) সৃষ্টি করে। উচ্চ আদালতে এ বিষয়ে মামলা হলে হাইকোর্ট নতুন আসন বাতিল করে। এই রায় বাতিল চেয়ে গাজীপুর ৬ আসন বহাল রাখার দাবিতে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের পক্ষ থেকে আজ পৃথক তিনটি মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গী কলেজগেট এলাকায় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুব্ধরা এসময় হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারেরও পদত্যাগ দাবি করেন। এ সময় ৬ আসনের এমপি প্রার্থী হাসান উদ্দিন সরকার, সালাউদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আরিফ হাওলাদার, প্রভাষক বসির উদ্দিনের হস্তক্ষেপে মানববন্ধন তুলে নেয়ে নেতাকর্মীরা।
টঙ্গী স্টেশন রোডে গাজীপুর-৬ আসনের অপর মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন ও গাজী সালাউদ্দিনের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এশিয়া পেট্রোল পাম্প এলাকায় জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমানের নেতৃত্বে মানববন্ধন হয়েছে।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তিনটি স্থানে অবরোধ হওয়ায় মহাসড়কে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের ওপর পাশে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category