ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক / ১২৪ ooo
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

আগামী ১ জানুয়ারি থেকে মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬ শুরু হচ্ছে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।

ওই দিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইপিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, এবারের মেলার মূল আকর্ষণ থাকবে ‘বাংলাদেশ স্কয়ার’, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। মেলাটি যৌথভাবে আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি।

এবার মেলায় দেশি-বিদেশি মিলিয়ে ৩৫০টির বেশি স্টল ও প্যাভিলিয়ন থাকছে। ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। দর্শনার্থীদের জন্য ই-টিকিটিং ব্যবস্থা থাকবে এবং টিকিটের দাম ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিশুদের বিনোদনের জন্য থাকবে দুটি শিশুপার্ক।

উল্লেখ্য, নাম পরিবর্তন সংক্রান্ত আগের সিদ্ধান্ত বাতিল হওয়ায় মেলাটি আগের নামেই (ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা) অনুষ্ঠিত হচ্ছে। ২০২২ সাল থেকে মেলাটি পূর্বাচলের বিবিসিএফইসিতে আয়োজন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category