তারেকের ফেরা রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক / ৭১ ooo
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ প্রায় সতেরো বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘তার আগমন দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি এই মন্তব্য করেন।’

জিএম কাদের বলেন, “তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সহায়ক হবে।” একই সঙ্গে তিনি তারেক রহমানের দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্যের স্বাক্ষরিত ওই বার্তায় জিএম কাদেরের বক্তব্য তুলে ধরা হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করে। তবে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতা এবং সংসদে ভূমিকার কারণে দলটি ‘গৃহপালিত বিরোধী দল’ হিসেবে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়ে।

চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক বাস্তবতায় জাতীয় পার্টিকে সেই সময়ের অবস্থানের খেসারত দিতে হচ্ছে বলেও রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category