চা বাগান ও পাহাড়ি সৌন্দর্যের নগরী সিলেটে শুক্রবার (২৬ ডিসেম্বর) শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। দেশের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা লাক্কাতুরা স্টেডিয়ামে মাঠে নামবে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স।
উদ্বোধনী ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে সবচেয়ে বড় আগ্রহ দুই বন্ধু নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজের লড়াই।