ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন চলছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সারাদেশ থেকে আসা ছয় হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে শুরু হয় এ আয়োজন।শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সারাদেশের সব সদস্য অংশগ্রহণ করবেন। সকাল ৮টায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।সদস্যদের প্রত্যক্ষ ও গোপন ভোটে পরবর্তী বছরের শীর্ষ নেতৃত্ব সামনে আসবে। সভাপতিসহ বর্তমান কমিটির বেশ কয়েকজনের ছাত্রত্ব শেষ হওয়ায় তারা বিদায় নেবেন বর্তমান কমিটি থেকে। গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী নতুন নির্বাচিত সভাপতি একজনকে সেক্রেটারি মনোনীত করবেন। সদস্য সম্মেলনে উপস্থিত আছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় নেতা ও জামায়াতের শীর্ষ নেতারা।সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও প্রারম্ভিক বক্তব্যের পর দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ অতিথি এবং বিশিষ্ট ইসলামিক স্কলারসহ অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে দুপুর ১টায় প্রথম অধিবেশন শেষ হবে। দুপুর ২টায় সম্মেলনের সমাপনী অধিবেশন শুরু হবে।সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন, সমাপনী বক্তব্য ও দোয়া-মোনাজাতের মাধ্যমে বার্ষিক সদস্য সম্মেলন–২০২৫ এর কার্যক্রম শেষ হবে।