শিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক / ৮৩ ooo
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। আর সংগঠনটির সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ। গতকাল শুক্রবার বিকেলে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হয়। নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ২০১৪–২০১৫ শিক্ষাবর্ষের খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সর্বশেষ সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করছেন। অন্যদিকে, সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত সিবগাতুল্লাহ চলতি বর্ষে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত। খবর বাংলানিউজের।

এদিন রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৫’–এর দ্বিতীয় অধিবেশনে সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category