মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের আদালতে তোলা হবে আজ

Reporter Name / ২৫ ooo
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হচ্ছে।

আদালতের এক মুখপাত্রের বরাত দিয়ে জানা গেছে, আজ স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে আনা মাদক ও অস্ত্র চোরাচালানের মামলার আইনি প্রক্রিয়া শুরু হবে। যদিও শুরু থেকেই মাদুরো তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন, তবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের তদন্তের ভিত্তিতে এই বিচারকার্য শুরু করতে যাচ্ছে।

শনিবার ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর এক রুদ্ধশ্বাস অভিযানে তাদের বন্দি করার পর সরাসরি নিউইয়র্কে উড়িয়ে নেওয়া হয়। বর্তমানে তারা ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন।

মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার আদালতের নির্দেশে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। তবে দায়িত্ব গ্রহণের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তীব্র হুঁশিয়ারির সম্মুখীন হয়েছেন তিনি।

এএন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category