টঙ্গীতে ২ প্রতিষ্ঠানের শতাধিক শ্রমিক অসুস্থ

নিজস্ব প্রতিবেদক / ৩৯ ooo
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে দুই প্রতিষ্ঠানের শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বুধবারের ঘটনায় দুটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে মেঘনা রোডের মা টাওয়ারে অবস্থিত গার্মেন্ট এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও একই এলাকার আলম টাওয়ারে অবস্থিত ব্রাভো অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।অসুস্থ্যরা হচ্ছেন শেফালী, আকলিমা, মারজান, ফুলবানু, লিমা, শারমিন, আন্না, শিল্পী, নাজমুল, ডলি, আলী, মেহেদী, সুবর্ণা, মনেয়ারা, হৃদয়, মালেকা, লিজা, শেফালী, আসমা, মনিরা, নাসিমা, রিয়া, কিরন দাস, সুমা, শাহালম, নাদিয়া, জান্নাত, আমেনা ও মোরশেদাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে গুরুতর ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজন রোগী গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আলম টাওয়ারে অবস্থিত ব্রাভো অ্যাপারেল ম্যানুফেকচারার লিমিটেডের শ্রমিকে মো. রনি মিয়া জানান, সকালে মশা তাড়ানোর গ্যাস ছিটানো হয়।এর পার্শ্ব প্রতিক্রিয়া থেকে একের পর এক শ্রমিকরা অজ্ঞান হয়ে পড়ে যান, অনেকে বমি করতে থাকেন এবং মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায়।পাশের গার্মেন্ট এক্সপোর্ট ভিলেজ লিমিটেডের শ্রমিকেরা যেভাবে অসুস্থ হচ্ছে আমাদের গার্মেন্টসের শ্রমিকেরা একইভাবে অসুস্থ হচ্ছেন বলে জানান তিনি।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাহিদ সুলতানা বলেন, এটা সাধারণত মশার ওষুধ ছিটানোর গন্ধ থেকে সৃষ্টি হয়েছে। এক-দুজনের হওয়ার পর তাদের দেখাদেখি ওপর শ্রমিকদের একই অবস্থা হয়ে যাচ্ছে।এটা সাধারণত প্যানিক অ্যাটাক।
ব্রাভো অ্যাপারেন্স কারখানার কর্মকর্তা খোরশেদ বলেন, শ্রমিক অসুস্থতার ঘটনায় বুধবারের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
গার্মেন্ট এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডের জেনারেল ম্যানেজার সুজন মাহমুদ বলেন, শ্রমিক অসুস্থতার কারণে প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক (টঙ্গী জোন) আজাদ রহমান বলেন, ঘটনার পরপর সব শ্রমিক এমনিতেই চলে গেছেন। কিছুক্ষণের মধ্যে অফিসিয়ালি ছুটি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category