ড্র দিয়ে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের সাথে জমজমাট লড়াই হলো তাদের। তবে কেউই পেল না জয়সূচক গোলের দেখা। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বুধবার ভারতের বিপক্ষে ৪–৪ ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধ দুই দল শেষ করেছিল ২–২ সমতায়। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে মালদ্বীপের। ভারতের বিপক্ষে প্রথমার্ধে দারুণ কিছুর ইঙ্গিতই দিচ্ছিল বাংলাদেশ। এ অর্ধে গোল হয়েছে চারটি। নবম মিনিটে রাহবার খানের পাস ধরে ডান দিক থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে বাংলাদেশকে এগিয়ে নেন মঈন আহমেদ। একটু পরই আনমোল অধিকারী সমতার স্বস্তি এনে দেন ভারতকে। বিরতির বাঁশি বাজার একটু আগে হয় আরও দুই গোল। ষোড়শ মিনিটে মঈনের পাস থেকে গোল করেন রাহবার। এরপর ভারতের লালসোয়ামপুইয়ার শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে গোলকিপারকে বিভ্রান্ত করে খুঁজে নেয় জাল। দ্বিতীয়ার্ধেও লড়াই চলতে থাকে একই গতিতে। ২৭তম মিনিটে লালরিনজুয়ালার শট বুক দিয়ে জালে ঠেলে দ্বিতীয়ার্ধে ভারতকে এগিয়ে নেন রোলুয়াপুইয়া। একটু পর দূরূহ কোণ থেকে মঈনের লক্ষ্যভেদে সমতায় ফিরে বাংলাদেশ। এরপর ৩৬তম মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে বাংলাদেশের বিপদ বাড়ান গোলকিপার। সতীর্থের পাস ধরে ফাঁকা জালে অনায়াসে বল জড়িয়ে দেন রোলুয়াপুইয়া। ফের এগিয়ে যায় ভারত। নাটকীয়তার তখনও বাকি। ভারতের আনমোল তালগোল পাকিয়ে বল হারালে পেয়ে যান অধিনায়ক রাহবার। দারুণ ক্ষিপ্রতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করে ৪–৪ সমতায় ফেরান দলকে।






