১৮ ঘণ্টা পর বগুড়ার আদমদীঘি থেকে অপহৃত মাদরাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বগুড়া সদরের চারমাথা বাস টার্মিনাল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারপুর গ্রামের সামছুল হকের ছেলে সোহাগ হোসেন ও তার বড়বোন সুমি আক্তার।
জানা যায়, উপজেলার কোমারপুর গ্রামের এক প্রবাসীর মেয়েকে সোহাগ বিভিন্ন সময় বিরক্ত করতেন। বিষয়টি পরিবারকে জানালে সোহাগ ক্ষিপ্ত হন। ঈদের ছুটিতে বুধবার ওই কিশোরী নানির বাড়ি যাওয়ার পথে সোহাগের নেতৃত্বে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় অপহৃত ছাত্রীর মা বাদী হয়ে সোহাগ হোসেন, তার বোন সুমি আক্তার ও এক কিশোরকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার এবং দুই আসামিকে গ্রেপ্তার করে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, বৃহস্পতিবার দুপুরে ভিকটিমের জবাববন্দি গ্রহণ ও গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
You must be logged in to post a comment.