আরও শক্তিশালী হয়ে ফেরার আশা মাহমুদউল্লাহর

Reporter Name / ২২৯ ooo
Update : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে হোঁচট খেলো বাংলাদেশ। দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের আত্মবিশ্বাস থাকলেও ব্যাটিং ব্যর্থতায় তা ফিকে হয়ে গেছে। ৭৬ রানে সবকয়টি উইকেট হারিয়ে ৫২ রানের বড় পরাজয় বরণ করলো স্বাগতিকরা। এমন ম্যাচে স্বভাবতই ব্যাটসম্যানদের দুষলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে আগামী ম্যাচে আরও শক্তিশালী হয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলাপচারিতায় রিয়াদ দায়ভার চাপিয়েছেন ব্যাটিং অর্ডারের ওপরই। ১২৯ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতা যেত জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, তাড়া করার মতই ছিল। বোলাররা ভালো করেছিল। আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু শুরুর ছন্দটা ধরে রাখতে পারিনি। আশা করি আরও শক্তিশালী হয়ে প্রত্যাবর্তন করব।’

মিডল অর্ডারের প্রশংসা করলেও বড় পার্টনারশিপের ঘাটতির কথা টেনে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় মিডল অর্ডার ভালোই করছে। গত ম্যাচে টপ অর্ডার ভালো করেছিল। আজও ভালো শুরু করেছিল। আজ মিডল অর্ডারে পার্টনারশিপ হয়নি। আশা করি পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো। এখনও আরও দুটি ম্যাচ বাকি আছে। পরের ম্যাচ জিতে সিরিজ জয়ের চেষ্টা করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category