ইভিএমে কারচুপির সুস্পষ্ট প্রমাণ পাইনি: সিইসি

Reporter Name / ২৫৯ ooo
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বাইরে অনেক কথা চাউর আছে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এ মেশিন দিয়ে কারচুপির সুনির্দিষ্ট প্রমাণ পায়নি কমিশন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের নবম দিন বুধবার জাকের পার্টির সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আলমগীর সম্প্রতি নিউজবাংলাকে সাক্ষাৎকারে বলেছিলেন, কমপক্ষে ১০০ আসনে ইভিএমে ভোট নেয়ার পরিকল্পনা রয়েছে ইসির, তবে সিইসি বলেছেন, ইভিএমে ভোট নিয়ে তারা কোনো সিদ্ধান্ত নেননি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইভিএম নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। ইভিএমের হ্যাকিংটা কোনোভাবেই সম্ভব না। কারণ এটার সঙ্গে ইন্টারনেটের সংযোগ নেই। এটা নিয়ে বহু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।

‘নিরবচ্ছিন্নভাবে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছি, কিন্তু বাহিরে অনেক কথা চাউর আছে যে, হ্যাকিং হতে পারে; এটাতে ভোট কারচুপি হতে পারে, কিন্তু আমরা এ পর্যন্ত সুস্পষ্ট কোনো প্রমাণ পাইনি।’

এখনও ইভিএম নিয়ে কাজ চলছে বলে জানান সিইসি। তিনি বলেন, ‘যাতে অপপ্রয়োগ সম্ভব না হয়, সেটা নিশ্চিত করেই আমরা সিদ্ধান্ত নেব।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে ভোটের দেড় বছর আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে ইসি। এ লক্ষ্যে ৩৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়, তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় বিএনপিসহ বেশ কয়েকটি সমমনা দল ইসির এ সংলাপ বর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category