ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে ২১ মুসলিম দেশের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক / ২৬২ ooo
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ইরানে ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে ২১টি আরব ও মুসলিম দেশ যৌথ বিবৃতি দিয়েছে। একইসাথে তারা আঞ্চলিক উত্তেজনা কমানো, নির্বিচারে পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে।

প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনবিসি এই তথ্য নিশ্চিত করেছে। এই বিবৃতি এসেছে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তির উদ্যোগে, যিনি অঞ্চলজুড়ে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনার পর তা চূড়ান্ত করেন।

যৌথ বিবৃতিতে অংশ নেয়া দেশগুলো হলো—তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, বাহরাইন, ব্রুনেই, চাদ, গাম্বিয়া, আলজেরিয়া, কোমোরোস, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া, মিসর ও মৌরিতানিয়া।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের ভূখণ্ডে ইসরাইলের হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসঙ্ঘ সনদের লঙ্ঘন বলে উল্লেখ করেন। তারা জাতীয় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও সুসম্পর্ক বজায় রাখার নীতিমালার প্রতি শ্রদ্ধা জানানোর ওপর গুরুত্ব দেন এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধান চান।

তারা চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সতর্ক করেন, এটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাই তারা ইরানের বিরুদ্ধে ইসরাইলের শত্রুতামূলক তৎপরতা অবিলম্বে বন্ধ করতে এবং একটি সর্বাত্মক যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ার জন্য শান্তিপূর্ণ উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

গত শুক্রবার ইসরাইল ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় সমন্বিত বিমান হামলা চালায়, যার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category