টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে এক ইস্পাত কারখানায় লোহা গলানো সময় অগ্নিদগ্ধ হয়ে ৫ শ্রমিক মারাত্মক আহত হয়েছে। আহত শ্রমিকদের আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
বুধবার সকাল ১১টায় টঙ্গীর মিলগেট এলাকায় অবস্থিত এস.এস ষ্টীল মিলকারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মুনতাসির (৩২), বিল্লাল হোসেন (৩০), সাগর (৩৫), সোহেল (৪০), আকবর (৪৫) ও আসাদুল (৪০)।
টঙ্গী পশ্চিম থানার এসআই মো. জিয়াউর রহমান জানান, সাধারণতো লোহাকে গলানোর জন্য চুম্বোকের সাহায্যে আগুনের চুল্লিতে ফেলানো হয়। বুধবার সকালে চুম্বোকের সাহায্যে লোহাকে গলানোর জন্য আগুনের চুল্লিতে ফালানোর সময় আগুনের ফুলকি এসে শ্রমিকদের গায়ে লাগে। এতে পাঁচ শ্রমিক আহত। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এস.এস ষ্টীল মিলের জেনারেল ম্যানেজার রাসেল বাবু জানান, কারখানায় লোহা গলানোর সময় পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আহতদের কারখানায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
You must be logged in to post a comment.