এক রাতে ১৯ স্বর্ণের দো’কানে ডা’কা’তি, টাকা-স্বর্ণসহ ডাকাত নেতার স্ত্রী গ্রেফতার

Reporter Name / ২২৮ ooo
Update : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

ঢাকার আশুলিয়ায় এক রাতে ১৯টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে সংঘবদ্ধ একটি চক্রের সন্ধান পেয়েছে সিআইডি। ডাকাতিতে সরাসরি জড়িত কাউকে এখনো গ্রেফতার করা না গেলেও লুট হওয়া স্বর্ণ-টাকাসহ এক ডাকাতের স্ত্রীকে গ্রে;ফ;তার করা হয়েছে।

বুধবার রাতে রাজধানীর বাড্ডা থেকে আন্তঃজেলা ডা;কা;ত দলের নেতা মো. আনোয়ার দেওয়ানের স্ত্রী শাহানা আক্তার নামে ওই নারীকে গ্রে;ফ;তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ২ লাখ ৪৪ হাজার ৮৪০ টাকা ও আনুমানিক দুই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।

তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর মধ্যরাতে সাভারের আশুলিয়া থানার ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বাজারে ১৯টি স্বর্ণের দোকানে একযোগে ডাকাতি হয়।

অজ্ঞাতনামা ৩০-৪০ জন সশস্ত্র ডাকাত স্বর্ণ-রুপার অলঙ্কার ও টাকা লুট করে নিয়ে যায়। স্বর্ণ ও টাকা মিলিয়ে আনুমানিক ১ কোটি ২ লাখ ৩২ হাজার টাকা লুট করা হয়। ওই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হয়।

এসএসপি মুক্তা আরো জানান, চাঞ্চল্যকর ওই ডাকাতির ঘটনাটি ছায়া তদন্তের ধারাবাহিকতায় বুধবার রাতে শাহানা আক্তারকে মধ্য বাড্ডার একটি বাসা থেকে স্বর্ণ ও টাকাসহ গ্রেফতার করা হয়।

তার স্বামী মো. আনোয়ার দেওয়ান আন্তঃজেলা ডাকাত দলের নেতা। তিনি দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে পাওয়া টাকা,

স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী স্ত্রীর কাছে জমা রাখতেন।ডাকাতির ঘটনায় সরাসরি জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান সিআইডির এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category