এডিসের লার্ভা পাওয়ায় রাজধানীর গুলশানের কনকর্ড আইকে টাওয়ার, এইচএসবিসি ব্যাংক কর্তৃপক্ষসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে মোট পাঁচ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
এ প্রসঙ্গে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘এডিসের লার্ভা পাওয়ায় রাজধানীর গুলশানের কনকর্ড আইকে টাওয়ারকে চার লাখ টাকা এবং এইচএসবিসি ব্যাংককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি জানান, ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি যে কোনও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতি শনিবার নিজ নিজ ঘর পরিষ্কার করার জন্য মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে এবং প্রত্যেককে নিজ নিজ ঘর পরিষ্কারের কাজে অংশ নিতে হবে।’
‘সতর্ক থাকতে হবে যেন কোনো পাত্র, ফুলের টব, ছাদ বা অন্য কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না পারে,’ যোগ করেন তিনি।
You must be logged in to post a comment.