গাজীপুরে কভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত

স্টাফ রিপোর্টারঃ / ৬১৮ ooo
Update : রবিবার, ১৯ জুন, ২০২২

গাজীপুরের সদর উপজেলায় চলন্ত কভার্ডভ্যানের পেছনে অপর কভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত হয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল হক (৬০) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর গ্রামের অলিউল্ল্যাহ্ ছেলে।

মাওনা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক রাসেল মিয়া জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি বাসস্ট্যান্ডে ময়মনসিংহগামী একটি কভার্ডভ্যানের পেছনে অপর একটি কভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে পেছনে থাকা কভার্ডভ্যানটি দুমড়ে মুচড়ে যাওয়ায় চালক শামসুল হক ঘটনাস্থলে মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় তার সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। কভার্ডভ্যান দুটিকে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category