গাজীপুরের শিক্ষক দম্পতি মৃত্যুর রহস্য উম্মোচনের দাবীতে টঙ্গীতে সভা ও দোয়া প্রতিনিধি টঙ্গী (গাজীপুর)

Reporter Name / ৪০৪ ooo
Update : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

গাজীপুরে শিক্ষক দম্পতি মৃত্যুর রহস্য উম্মোচনের দাবীতে গতকাল মঙ্গলবার টঙ্গীর আমজাদ আলী সরকার স্কুল এন্ড কলেজে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমজাদ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজী জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা। আলোচনায় অংশ নেন শিক্ষক দম্পতির সহকর্মী রফিকুল ইসলাম,জামাল উদ্দিন, মুশফিকুর রহমান, ফাতেমা আক্তার, ফেরদৌসি আক্তার, জাহাঙ্গীর হোসেন, নিহত শিক্ষক জিয়াউর রহমান মামুন এর বড় ভাই আতিকুর রহমান ও আমজাদ আলী স্কুল এন্ড কলেজের গভনিং বডির সদস্য সেলিম খান প্রমুখ। সভায় বক্তারা শিক্ষক দম্পতির মৃত্যুর ১৩দিন পরও মৃত্যু রহস্য উম্মোচিত না হওয়ায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এবং অবিলম্বে মৃত্যু রহস্য উম্মোচনের দাবী জানায়। নইলে গাজীপুরের শিক্ষক ছাত্র/ছাত্রীরা বৃহত্তর আন্দোলন কর্মসুচীর ঘোষনা দেবেন বলে হুমকি প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ (দক্ষিন) এডিসি হাসিবুল আলম, টঙ্গী পূর্ব থানার অফিসার ইন চার্জ জাবেদ মাসুদ, টঙ্গীর সফিউদ্দিন সরকার একডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, টঙ্গীর সিরাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান, টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন, আশরাফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক,শিলমুন আবদুল হাকিম মাষ্টার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সহ আমজাদ আলী সরকার স্কুল এন্ড কলেজের কয়েকশত শিক্ষার্থী। আলোচনা সভাশেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category