ছাত্রশিবিরের কাউন্সিল পাতানো ও নাটকপূর্ণ, অভিযোগ ছাত্রদল সম্পাদকের

নিজস্ব প্রতিবেক / ৩০৩ ooo
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

ছাত্রশিবিরের কাউন্সিল পাতানো ও নাটকপূর্ণ, অভিযোগ ছাত্রদল সম্পাদকে ছাত্রশিবিরের কাউন্সিল ‘পাতানো এবং নাটকপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। নেতৃত্ব কারা আসবেন সেটি আগে থেকে নির্ধারিত থাকে বলেও অভিযোগ তার।

নাসির উদ্দিন বলেন, ‘শিবিরের কাউন্সিল ছিল পাতানো। কাউন্সিলে কারা নেতৃত্বে যাবে সেটি পূর্বনির্ধারিত ছিল।

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাছির।
ছাত্রশিবির প্রকাশ্যে রাজনীতি করতে চায় না দাবি করে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা দেখেছেন, তাদের (শিবির) এক ধরনের রাজনীতি, যেটি গোপন তৎপরতার মাধ্যমে সব সময় করা হয়।’

মঙ্গলবার প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জাহিদুল ইসলাম সভাপতি নির্বাচিত এবং নুরুল ইসলাম সেক্রেটারি জেনারেল মনোনীত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category