গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জিহাদ (২০) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছে। এ ঘটনায় ৩জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীররাতে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া সফিউদ্দিন রোডে এ খুনের ঘটনা ঘটে।নিহত কলেজ ছাত্র জিহাদ টঙ্গীর আউচপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র। তার স্থায়ী বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে। গ্রেফতারকৃতরা হলো- আব্দুল্লাহ (২০), স্বাধীন (২০) আলামিন (২৪)। তারা সকলেই টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রোববার রাত ১১টার দিকে বাসা থেকে ৩ হাজার টাকা নিয়ে বের হয় জিহাদ। এসময় টঙ্গীর আউচপাড়া শফিউদ্দিন সরকার একাডেমি রোডে চার ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে কলেজছাত্র জিহাদের পথরোধ করে। জিহাদ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাত দেড়টার দিকে টঙ্গীর এরশাদ নগর থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ওসি হারুনুর রশিদ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা দ্রুত অভিযান চালিয়ে তিনজন সন্দেহভাজনকে আটক করেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিস্তারিত তদন্ত চলছে। হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
You must be logged in to post a comment.