জান্তাবিরোধী সংঘর্ষে মিয়ানমারে ৮৫ সেনা নিহত

Reporter Name / ২৩৬ ooo
Update : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

মিয়ানমারে সামরিক সরকার বিরোধীদের সঙ্গে সংঘর্ষে গত তিন দিনে ৮৫ সেনা নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে সংঘর্ষে প্রাণহানির ‍এই ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দেশটির সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ গত বৃহস্পতিবার বিরোধীদের সঙ্গে সংঘর্ষে ২৫ সেনা সদস্য নিহত হন। বুধবার মিয়ানমারের জান্তাবিরোধী কাউলিন পিপলস ডিফেন্স ফোর্সের (কেএলপিডিএফ) যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ৪০ জন।

এদিকে কেএলপিডিএফ’র সংবাদ প্রকাশকারী কাউলিন রিভ্যুলিউশন (কেআর) জানিয়েছে, দুই দিনে প্রাণহানির পাশাপাশি সাগাইংয়ের কাউলিন শহরের কিউনবিনথা এলাকায় পৃথক আরেকটি লড়াইয়ে জান্তা সরকারের আরও ২০ সেনা সদস্য নিহত হয়েছেন।

এ বছরের ফেব্রয়ারির শুরুতে অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন  সেনাপ্রধান মিন অং হ্লেইং। ক্ষমতা দখল করেই অং সান সুচি ও তার দল এনএলডির বিভিন্ন স্তরের নেতাকর্মীকে গৃহবন্দী করেন।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের (এএপিপি) তথ্য অনুযায়ী, অভ্যুত্থানের পর বিক্ষোভে জান্তা সরকারের হাতে দেশটিতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছেন এবং ৭ হাজারের বেশি মানুষকে বন্দী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category