সমমনা দলগুলোর সাথে জামায়াতে ইসলামীর আসন সমঝোতা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এর মধ্যেই তাদের আটদলীয় জোটের সাথে নতুন করে আরো কয়েকটি দল যোগদানে আগ্রহ প্রকাশ করেছে। তাদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করেছে দলটি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জেএসডি, আমাদের বাংলাদেশ (এবি) পার্টি ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে এ আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গতকাল জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলটি সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও নির্বাচনী মোর্চা বা জোটকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে তারা শরিকদের ১০০ থেকে ১১০টি আসনে ছাড় দিতে প্রস্তুত রয়েছে। নির্বাহী কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে আলাপ করে এমন তথ্য জানা গেছে।
এনসিপি গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে আত্মপ্রকাশ করা একটি দল। এ দলটি ইতোমধ্যে জামায়াতে ইসলামীর সাথে আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নেয়ার আলোচনা করছে। তারুণ্যের এই নতুন দলটি জামায়াতের কাছে ৫০টি আসন দাবি করেছে। জামায়াত তাদের সাথে ৩০টি আসনে সমঝোতা করতে রাজি হয়েছে। তবে তাদের এ আলোচনা আজ-কালের মধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। অন্যদিকে এলডিপি, জেএসডি ও লেবার পার্টি এতদিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক ছিল। বিএনপির সঙ্গে আসন সমঝোতায় বনিবনা না হওয়ায় দলগুলো নতুন রাজনৈতিক হিসাব-নিকাশে যাচ্ছে। তারাও এখন জামায়াত নেতৃত্বাধীন জোটের সাথে নির্বাচনী জোটে যেতে আলোচনা শুরু করেছে। আজ অথবা আগামী কালই এ জোটের চূড়ান্ত রূপ প্রকাশ করা হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে একটি নতুন রাজনৈতিক মেরুকরণের চেষ্টা আমাদের শুরু থেকেই ছিল। আমরা একটি ইনক্লুসিভ জোট গঠনের চেষ্টা করছিলাম। ইসলামী দলগুলোর সব ভোট এক বাক্সে নেয়ার যে টার্গেটে আমরা আট দল একত্রিত হয়েছিলাম তার কলেবর আরো বৃদ্ধি হচ্ছে। দু’-এক দিনের মধ্যে এর চূড়ান্ত রূপ প্রকাশ করা হবে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র সংস্কারসহ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য আমরা শুরু থেকে চেষ্টা করে আসছি। সংস্কার এবং গণতন্ত্রের প্রশ্নে যাদের সাথে ঐকমত্য হবে আমরা তাদের সাথে নির্বাচন করতে আগ্রহী। এ ব্যাপারে আলোচনা চলছে। শিগগিরই সব কিছু প্রকাশ করা হবে।