টঙ্গী থেকে কড্ডা ও উলুখোলায় স্পিডবোট চলাচল ও টঙ্গী নদী বন্দরে বিআইডবিøউটিএর ইকোপাক উদ্বোধন

Reporter Name / ২৬৯ ooo
Update : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

গাজীপুর মহানগর প্রতিনিধি
টঙ্গী নদীবন্দর থেকে কড্ডা ও উলুখোলা রুটে স্পিডবোট চলাচল গতকাল শনিবার উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। টঙ্গী-কড্ডা ও টঙ্গী-উলুখোলা রুটে স্পিডবোটগুলো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। টঙ্গী থেকে কড্ডার ভাড়া ১৫০ টাকা, টঙ্গী থেকে উলুখোলার ভাড়া ১২০ টাকা। বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স ইনফিনিটি মেরিটাইমের মাধ্যমে এ সেবা চালু করা হল।
বিআইডবিøউটিএর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বলেন, সকাল ১১টায় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল টঙ্গী নদী বন্দরে বিআইডবিøউটিএ র ইকোপার্ক এবং দুপুরে টঙ্গী নদী বন্দর হতে ঢাকা বৃত্তাকার নৌপথে স্পিডবোট সার্ভিসের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন।
তিনি আরো বলেন,রাজধানীতে যানবাহনের চাপ কমাতে চারপাশ ঘিরে বৃত্তাকার নৌপথ চালুর উদ্যোগ নেওয়া হয় ২০০০ সালে। এই নৌপথ দিয়ে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে যাতায়াত করতে পারবে মানুষ।
এ উপলক্ষ্যে শনিবার দুপুরে টঙ্গীর নদী বন্দর প্রাঙ্গনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান আয়োজন করেন বিআইডবিøউটিএ ।
বিআইডবিøউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এর সভাপতিত্বে, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তাফা কামাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নৌ পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শফিউল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম, বিপিএম(বার), পিপিএম(বার), গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইকোপার্ক ও স্পিডবোট সার্ভিস পরিদর্শন করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category