টঙ্গীতে দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২৩২ ooo
Update : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

 

গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে ওয়ার্ড পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার ২৭ জুন গাসিক টঙ্গী জোনের সভাকক্ষে শেষ হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরবান এ্যাম্পাওয়ারমেন্ট এন্ড রেজিলিয়েন্স প্রজেক্ট এই কর্মশালা আয়োজনে সহযোগিতা করেছে।
গাসিক টঙ্গী জোনের সভাপতি ও ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে গাসিক সংরক্ষিত ৫২, ৫৩ ও ৫৪নং ওয়ার্ডের কাউন্সিলর কেয়া শারমিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরবান এ্যাম্পাওয়ারমেন্ট এন্ড রেজিলিয়েন্স প্রজেক্ট-এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোসলেহ উদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-গাজীপুর জেলা ইউনিটের জুনিয়র এ্যাসিসটেন্ট ডাইরেক্টর মোঃ কামাল উদ্দিন, সাংবাদিক শাহজাহান সিরাজ সাজু, আওয়ামী লীগ নেতা মোঃ হারুন-অর-রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।
দুই দিনব্যাপী এই কর্মশালায় গাসিকের টঙ্গী জোনের ১৫টি ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category