নিজস্ব প্রতিবেদক
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-ঢাকা ফ্লাইওভারের কার্যক্ষমতা নষ্ট করার জন্য অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৮ নেতাকর্মীকে শনাক্ত ও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছে পুলিশ। মামলায় পাঁচটি বাঁশের লাঠি ও দুইটি ইটের টুকরা জব্দ করে বিশেষ ক্ষমতা আইনে আটক ৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, আসামিরা দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি ও ইটের টুকরা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-ঢাকা ফ্লাইওভারের কার্যক্ষমতা নষ্ট করতে অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার জন্য টঙ্গীর দত্তপাড়া সমাজ কল্যাণ রোডে গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ পাঁচটি বাঁশের লাঠি ও দুইটি ইটের টুকরাসহ তাৎক্ষনিকভাবে ৭ জনকে আটক করে।
You must be logged in to post a comment.