টঙ্গীতে ব্যবসায়ী অপহরণ

Reporter Name / ৩০৭ ooo
Update : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

টঙ্গীর গাজীপুরা থেকে সাদেক (২৩) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। অপহৃতের বড় ভাই গত মঙ্গলবার (১২জুলাই) টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
অপহৃতের আতœীয় স্বজনরা জানায়, গত ৭ জুলাই ৪/৫জন অপহরণকারী টঙ্গীর পূর্ব গাজীপুরা পুকুর পাড় থেকে ব্যাবসায়ী সাদেককে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে জোরপূবক একটি কালো রঙ্গের মাইক্রোবাস যোগে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
ব্যবসায়ীর বড় ভাই আতিক জানায়, টঙ্গীর পূর্ব গাজীপুরা পুকুর পাড় এলাকায় তারা দীর্ঘদিন যাবত পাইকারী ডিমের ব্যবসা করে আসছিল। তার ভাইয়ের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। তারা অবিলম্বে তার ভাইকে খোঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছে।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার এসআই রাজিব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্যবসায়ীকে উদ্ধার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category