টঙ্গীতে রেলওয়ের লাইন নির্মাণ শীর্ষক প্রকল্পের স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২১৩ ooo
Update : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি
ঢাকা-টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের স্থানীয় কর্মশালা বুধবার স্থানীয় পূর্বআরিচপুরে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) মোঃ জহির রায়হান, ঢাকা-টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্প,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিদ্দিকুর রহমান উপপরিচালক (উপসচিব)সহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, রনজিত কুমার মল্লিক (সাবেক অধ্যক্ষ আমজাদ আলী গার্লস স্কুল এন্ড কলেজ,স্থানীয় একটি সরকারী প্রাথমিক স্কুলের সবেক প্রধান শিক্ষক রজব আলী ভুইয়া, বাংলাদেশ টুডে উপসম্পাদক নাসির উদ্দিন বুলবুল,বাসস এর গাজীপুর প্রতিনিধি শেখ মোহাম্মদ শহীদুল্লা, দৈনিক ইত্তেফাক এর গাজীপুর প্রতিনিধি মুজিবুর রহমান ও রেডিও ও বিটিভি নিয়মিত কন্ঠশিল্পী ইব্রাহিম খলিল প্রমুখ।
সভায় বক্তারা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। স্থানীয় প্রতিনিধিরা বলেন, প্রকল্পের পূর্ব প্বার্শে  পূর্ব আরিচপুর সহ বিভিন্ন গ্রামে কয়েক লক্ষ লোকজনের বসবাস ঢাকা-টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন চালু হলে তাদের টঙ্গীবাজার,ষ্টেশনরোড এলাকায় রেললাইন পার হয়ে আসতে মারাত্নক সমস্যা হবে। এ সমস্যা সমাধানে প্রকল্প কর্মকর্তারা বলেন, টঙ্গী রেলষ্টেশন থেকে টঙ্গীবাজার পর্ষন্ত এলাকায় গুরুত্বপূর্ন স্থানে আন্ডারপাস নির্মান করা হবে। তারা আরো বলেন, রেললাইনের প্বার্শে যে পুকুরগুলো আছে তা ভরাট করা হবে না। তা ছাড়া জনগনের সুবিধার্থে উক্ত রেল লাইনে আরো অতিরিক্ত রেলগাড়ী চালু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category