ডাকাতি মামলায় ওসি সাইফুল তৃতীয় দফায় রিমান্ডে

Reporter Name / ২২৮ ooo
Update : রবিবার, ২২ আগস্ট, ২০২১

চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণবার ডাকাতির ঘটনায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাইফুল ইসলামের তৃতীয় দফা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার আবেদনের শুনানি করেন ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খান। এর আগে গত ১৯ আগস্ট সাত দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলম। ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ওসি সাইফুলকে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে। তার আবার তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এবার জিজ্ঞাসাবাদে আশা করি বাকি পাঁচটি স্বর্ণবার উদ্ধার করতে পারব। এর আগে সাইফুল দুই দফায় চার দিন করে ৮ দিন রিমান্ডে ছিলেন। যে ১৫টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে, সেগুলো সাইফুলের বাসা থেকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ আগস্ট বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবির ওই সদস্যরা তার গাড়ি থামান। ওই সময় তার কাছে থাকা ২০টি স্বর্ণবার নিয়ে যান বলে অভিযোগ করেন। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। প্রথমে পুলিশ চারজনকে আটক করে। তাদের জবানবন্দি অনুযায়ী আরও দুজনকে আটক করা হয়। ডিবির ওসি সাইফুল ইসলামের কাছ থেকে ১৫টি বার উদ্ধার করা হয়।

এরপর গত ১০ আগস্ট রাতে গোপাল কান্তি দাস তাদের নামে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এদিকে, অভিযুক্ত সেই ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। স্বর্ণ ডাকাতির ঘটনায় পরিকল্পনাকারী ফেনীর ডিবি পুলিশের সহযোগী চট্টগ্রামের ছমদুল করিম ভুট্টুকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category