নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২

Reporter Name / ১৯৬ ooo
Update : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার ভোর ৪টায় রায়পুরা উপজেলার পাড়াতলি ইউনিয়নের কাচারিকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কাচারিকান্দি গ্রামের মলফত আলীর ছেলে ছাবির মিয়া (২৬) ও আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)।

জানা গেছে, কাচারিকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ শাহ আলম মেম্বার গ্রুপ ও প্রবাসী শাহ আলম ওরফে ছোট শাহ আলম গ্রুপের মধ্যে বিবাদ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গুলি ছুড়তে থাকে। এসময় প্রবাসী শাহ আলম গ্রুপের দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

রায়পুরা সার্কেলের এএসপি সত্যজিৎ ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category