আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সরকার গঠন করার পরই ইসরাইলজুড়ে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিশাল বিক্ষোভ হয়েছে।
আন্দোলনকারীরা বলেন, বর্তমান সরকারের অংশীদার কট্টর ধর্মীয় উগ্রবাদী দল ইসরাইলের গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য চরম হুমকি।
শনিবার তেলআবিবে বিক্ষোভকারীরা বলেন, ধর্মীয় উগ্রবাদীবা পশ্চিমতীরে ফিলিস্তিনের জবর-দখল করা জমিতে আরও বেশ কয়েকটি অবৈধ ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা করছে।
এতে করে আইনের শাসন দুর্বল হয়ে পড়বে। নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে যাবে।
তারা ‘গণতস্ত্র হুমকির মুখে’ ও ‘ ফ্যাসিস্ট ও বর্ণবাদীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’— এসব স্লোগান দিতে থাকে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে।
You must be logged in to post a comment.